ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাইকেলআরোহী হত্যার দায়ে বাসচালকের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সাইকেলআরোহী হত্যার দায়ে বাসচালকের কারাদণ্ড

রাজশাহী:  সড়কে বাইসাইকেলআরোহীকে বাসচাপায় হত্যার দায়ে করা মামলায় মিনি বাসচালককে এক বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক উজ্জ্বল মাহমুদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাস চালক সেলিম খান (৫০) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার মণ্ডলপাড়া এলাকায় মৃত এরশাদ আলীর ছেলে।

 

এর আগে ২০১৫ সালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাধুরমোড় বটতলা এলাকায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন গৌতম কুমার সরকার (২২)। এ সময় বেপরোয়ার গতির একটি যাত্রীবাহী মিনিবাস গৌতমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গৌতমের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পারিশো গ্রামে। এ ঘটনায় নিহতের মামা সুনীল কুমার বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিকেলে দণ্ডবিধির ২৭৯ ও ৩০৪ এর ‘খ’ ধারায় বাস চালক সেলিমকে এ সাজা দেন আদালতের বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কার্তিক চন্দ্র পাল। আসামি পক্ষে ছিলেন মোহন কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।