ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে মির্জা আব্বাস দম্পতির ৮ সপ্তাহের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
হাইকোর্টে মির্জা আব্বাস দম্পতির ৮ সপ্তাহের জামিন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ফাইল ফটো

ঢাকা: মনোনয়ন ফরম নেওয়ার সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সংঘর্ষের তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৮ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

আরও পড়ুন>> হাইকোর্টে সস্ত্রীক মির্জা আব্বাস

পরে এহসানুর রহমান বলেন, ১৪ নভেম্বর নয়াপল্টনের ঘটনায় করা তিন মামলায় দুইজনকেই ৮ সপ্তাহ করে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে তারা হাইকোর্টে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।