ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

সাতক্ষীরা: সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুস সবুর মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড  দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।  

সাজাপ্রাপ্ত আব্দুস সবুর মোল্লার বাড়ি কলারোয়া উপজেলার  কুমারনাল গ্রামে।

 

মামলার বিবরণে জানা যায়, আব্দুস সবুর তার দ্বিতীয় স্ত্রী দিনমজুর রোমেছা খাতুনকে নিয়ে কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে থাকতেন। ২০১২ সালের ২৪ আগস্ট সকালে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে আব্দুস সবুর গলায় ওড়না পেঁচিয়ে রোমেছা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই সময়ই স্থানীয়রা আব্দুস সবুরকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় রোমেছার ভাই জালালউদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।  

এদিকে, হত্যাকাণ্ডের পরদিনই আব্দুস সবুর হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  

এ মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।