ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনার সাংবাদিক রাশিদুলের হাইকোর্টে আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
খুলনার সাংবাদিক রাশিদুলের হাইকোর্টে আগাম জামিন

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪ সপ্তাহের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

পরে মাসুদ রানা জানান, হাইকোর্ট রাশিদুল ইসলামকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে খুলনা-১ আসনে ‘মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোটগ্রহণ হয়েছে’ মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাংবাদিক হেদায়েতকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলায় মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।

পরে ৩ জানুয়ারি জামিন পান সাংবাদিক হেদায়েত।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ইএস/এমজেএফ

খুলনার সাংবাদিক হেদায়েতের জামিনের সময় বাড়লো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।