ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এএসপি মিজান হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এএসপি মিজান হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

ঢাকা: হাইওয়ে পুলিশের সাভার সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (২১ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) পরিদর্শক সিরাজুল ইসলাম প্রতিবেদন জমা দিতে পারেননি।

 

পরে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোর্দেশ আল মামুন ভূঁইয়া প্রতিবেদন দাখিলের জন্য ১৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

প্রথমে অজ্ঞাতপরিচয়ের মরদেহ উদ্ধার করা হলেও ওইদিন রাতেই নিহতের ছোটভাই মাসুম তালুকদার রূপনগর থানায় গিয়ে মিজানুর রহমানের মরদেহ শনাক্ত করেন। একই সঙ্গে এদিন তিনি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলাও করেন।

পরবর্তীতে এ ঘটনায় ছিনতাইকারী মিন্টু, কামাল ওরফে ফারুক, জাকির ও শাহ আলম  গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে এএসপি মিজান হত্যার বর্ণনাও দিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।