বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জাফর দৈনিক যুগান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি।
এর আগে, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দৈনিক যুগান্তর পত্রিকায় ‘নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সাংবাদিক আবু জাফরসহ আরও চার সাংবাদিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলা করে নবাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. পলাশ। পরে ওই দিন রাতেই কেরানীগঞ্জ থেকে জাফরকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাফরের পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, জাফর ঢাকার কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত আছেন। যে সংবাদের ওপর ভিত্তি করে মামলা দায়ের করা হয়েছে সে ঘটনাটি ঢাকার নবাবগঞ্জ এলাকায়। তাই এ ঘটনায় সাংবাদিক জাফরের দায় বর্তায় না।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস