বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই দিন ধার্য করেন।
গত ২১ এপ্রিল বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে বাসচাপা দিয়ে হত্যার মামলায় দুইজনের বিরুদ্ধে এবং মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে বাসচাপায় গুরুতর আহত করার মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তারা।
আবরার হত্যা মামলায় যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সে দু’জন হলেন সুপ্রভাত পরিবহনের বাসটির কন্ডাক্টর ইয়াছিন ও বাসমালিক গোপাল সরকার। আর মুক্তাকে আহত করার মামলায় যে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে তারা হলেন সে বাসের চালক সিরাজুল ইসলাম, কন্ডাক্টর ইয়াছিন, হেলপার মো. ইব্রাহিম হোসেন ও বাসমালিক গোপাল সরকার।
গত ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের বেপরোয়া বাসের চাপায় প্রগতি সরণির নর্দ্দায় প্রাণ হারান আবরার। সেদিন রাতেই আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী গুলশান থানায় বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, আবরারকে চাপা দেওয়ার সময় বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াছিন। তারও কিছুক্ষণ আগে বাসটির মূল চালক সিরাজুল প্রগতি সরণির শাহজাদপুরে মুক্তাকে চাপা দেওয়ায় ট্রাফিক পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় গুলশান থানায় পৃথক মামলায় সিরাজুলকে গ্রেফতার দেখানো হয়।
সিরাজুল সাত দিন রিমান্ড শেষে গত ২৭ মার্চ ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ২ এপ্রিল কন্ডাক্টর ইয়াছিন আরাফাত ও হেলপার মো. ইব্রাহিম হোসেন ১৬৪ ধারায় একইভাবে জবানবন্দি দেন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯,
এমএআর/এইচএ/