ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের শিশু খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কুলিয়া ভূমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকায় অবস্থিত ওই অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
এসময় কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ এসব শিশু খাদ্য বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।