জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিভিন্ন গণমাধ্যমে শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
ইএস/এএ