ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে চাঁদাবাজি মামলার ২ আসামির রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
না’গঞ্জে চাঁদাবাজি মামলার ২ আসামির রিমান্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক ঠিকাদারের করা চাঁদাবাজি মামলার আটক হওয়া দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পুলিশ তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহাদাৎ হোসেন রুকু (৩২) ও মোখলেছুর রহমান (৩৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে নগরের কলেজরোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই দু্ই জনকে আটক করা হয়। আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। যার পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৮টায় শহরের আমলাপাড়া এলাকায় বাচ্চু নামে এক ঠিকাদারের কাছে ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করেন আটক আসামিরা। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই ঠিকাদারের ওপর হামলা চালায়। এ অভিযোগে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেন বাচ্চু ঠিকাদার।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।