বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল আড়াইহাজারের শরীয়তপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২১ মার্চ রাত ১২টার দিকে রূপগঞ্জ থানা এলাকার মোটেরঘাট ভূমি অফিসের পেছনে পরিত্যক্ত টয়লেটের পাশে ঝোপের মধ্যে বিক্রির জন্য দুনলা বন্দুক ও দু’রাউন্ড গুলি এবং একটি রামদা রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো করে। যা শাস্তিযোগ্য অপরাধ বলে প্রমাণিত হয়েছে।
মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেসমিন আক্তার পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এএটি