ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

ঢাকা: ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

সু্প্রিম কোর্টের ওয়েসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম রিট বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর রিট (দুদক আইন, মানি লন্ডারিং আইন সংক্রান্ত ফৌজদারি ও রিট মোশনসহ) বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি কে এম কামরুল কাদের একক বেঞ্চে দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মনিরুজ্জামান দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী একক বেঞ্চে দেওয়ানি শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো. সেলিম একক বেঞ্চে ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।