ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আমরা ব্যথিত-সংক্ষুব্ধ-দুঃখিত-মর্মাহত: রানা দাশগুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আমরা ব্যথিত-সংক্ষুব্ধ-দুঃখিত-মর্মাহত: রানা দাশগুপ্ত

ঢাকা: সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর আর্জিতে করা রিট আবেদন খারিজের পর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেছেন, আমরা সংক্ষুব্ধ, আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ৩০ জানুয়ারি সকাল বেলা পূজার যে লগ্নটি আছে, সূর্যোদয়ের পর থেকে সকাল ৯ টা ৫০ মিনিট পর্যন্ত সরস্বতী পূজার, আমরা এটা বারে বারে প্লেস করেছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি হাইকোর্ট ডিভিশন আদেশে ২৯ তারিখ কোন কারণে ছুটি দেওয়া হল এবং কোন কারণে ১ তারিখ (ফেব্রুয়ারি) স্কুলের পরীক্ষা হচ্ছে, তারা এ বিষয়েকে নিয়েই আমাদের আবেদনটি খারিজ করেছে।

তিনি আরও বলেন, যেহেতু হাইকোর্ট ডিভিশন এ আদেশ দিয়েছে আমরা আইনানুগ নাগরিক হিসেবে অবশ্যই এ  আদেশের প্রতি শ্রদ্ধাশীল।  তবে আমরা সংক্ষুব্ধ, আমরা ব্যথিত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।