ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কার্ড জালিয়াতির মামলায় ৯ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ৮, ২০২০
কার্ড জালিয়াতির মামলায় ৯ জন রিমান্ডে

ঢাকা: মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ জুন) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্যা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)।

এর আগে শনিবার (৬ জুন) এক যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জামসহ তাদের আটক করে র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সদস্যরা। সোমবার আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, করোনা পরিস্থিতির কারণে মানুষের বাইরে যাওয়া এড়াতে মোবাইল ব্যাংকিং কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। আর এ সুযোগটি কাজে লাগিয়েছে প্রতারক চক্র। বেশকিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এ চক্রের সদস্যদের আটক করা হয়। যারা প্রত্যেকেই প্রাথমিকভাবে এ অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ০৮, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।