ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনাকালে সুপ্রিম কোর্ট থেকে হারিয়ে গেলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
করোনাকালে সুপ্রিম কোর্ট থেকে হারিয়ে গেলেন যারা ...

ঢাকা: ২০২০ সালে করোনা মহামারি কেড়ে নিয়েছে বহু প্রাণ। এসময়ের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শতাধিক সদস্য মৃত্যুবরণ করেছেন।

বার্ধক্যজনিত কারণ, করোনায় আক্রান্ত ও নানাবিধ অসুস্থতায় এসব আইনজীবীর মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

২০২০ সালের জানুয়ারি থেকে শতাধিক আইনজীবীর মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন সাবেক দুই অ্যাটর্নি জেনারেল। রয়েছেন সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিও।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, জানুয়ারিতে মৃত্যুবরণ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিজানুর রহমান ভূইয়া, আইনজীবী আহমেদ আলী, ফজিলাতুন্নেছা বাপ্পী ও আলী হোসেন।
 
এ বি এম নুরুল ইসলাম, মো. রহমত আলী, আবুল কালাম মো. শহিদুল্লাহ, মো. আমিরুল ইসলাম ও গোলাম মোর্শেদ ইন্তেকাল করেছেন ফেব্রুয়ারিতে।

দেশে করোনা শুরুর মাস অর্থাৎ মার্চে বিদায় নিয়েছেন, মোহাম্মদ ইসমাইল, বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মো. সানা উল্লা মিয়া, দোলোয়ার হোসেন সরকার, মো. আব্দুর রহিম খান ও সৈয়দ আব্দুস সালাম।
 
এপ্রিলে মৃত্যুবরণ করেছেন জিয়াউর রহমান, মুজিবুর রহমান মিয়া, সেখ মনিরুজ্জামান ও মো. ফারুক আহমেদ সিদ্দিক।
 
মমতাজ বেগম, এ বি এম বদরুদদৌলাহ, মো. আবদুল ওয়াদুদ, শাহ আলম সরকার, সঞ্চিতা সাহা, সহিদ উল্লাহ শেখ, মকবুল হোসেন, আবুল কাশেম চৌধুরী, মো. ফজুলল করিম, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুস সাত্তার, এ এইচ আব্দুর রহমান চৌধুরী ও এস এম জাহিদুর রহমান মে মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
জুনে এম এ কে গোলাম মহিউদ্দিন, এম বি তাজ মোহাম্মদ, মহিউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ পালোয়ান, মো. রেজাউল করিম হেলাল, আব্দুল মান্নান, মো. ওসমান গনি, মো. ইদ্রিসুর রহমান, মতিউর রহমান, আবু বকর সিদ্দিক, একরামুজ্জামান, হুমায়ুন কবির ভূইয়া (আইডি নম্বর- ১৭০১), সায়েদুল হক, লিয়াকত আলী, হুমায়ুন কবির ভূইয়া (আইডি নম্বর- ৩৪৫৫) এবং আবু জাফর মো. মহিউদ্দিন মৃত্যুবরণ করেছেন।
 
এ ওয়াই এম নাজিমুল আলম, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, এস এম ইমদাদুর রহমান, সৈয়দ মতিউল ইসলাম, মো. একরামুল হক, মো. আবুল হারুন, দেওয়ান শরিফ উদ্দিন, মো. আলী হোসেন সোহেল, ড. মো. এনামুল হক, মো. ইকবাল হোসেন, আজিজুর রহমান, খালেদা সরকার ও মো. ওয়াজিদুল ইসলাম জুলাইতে ইন্তেকাল করেন।
 
আগস্টে এস এম নুরুল হক, এম এ মান্নান, নেয়ামত উল্লাহ, আব্দুল লতিফ মিয়া, মো. আব্দুল মজিদ, এম এ খালেক, কুমিল্লার সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর, মো. হাবিবুর রহমান শওকত, আহমদ হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর কনিষ্ঠ ছেলে কাজী সিরাতুন নবী, মো. মীর হোসেন, মো. শরীফ হোসেন এবং মো. ময়েজ উদ্দিন মৃত্যুবরণ করেন।
 
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মনসুর হোসেন, মো. মিজানুর রহমান মোল্লা, মো. আব্দুল হালিম, আবুল কালাম মাইনুদ্দিন, মো. নুরুল হোসেন
এ কে এম সালা উদ্দিন কবির, মো. মতিউর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, স্নেহাশীষ সমাদ্দার, আসিফ ইমতিয়াজ খান ও মো. আফতাব আলী সেপ্টেম্বর মাসে ইন্তেকাল করেন।
 
অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক, আনসার আলী শেখ, মো. আব্দুর রেজ্জাক মিয়া, কাজী সাজাওয়ার হোসেন, মো. আনিসুজ্জামান, এ কে এম খালেক, নেওয়াজ ফরাজি, রফিকুল ইসলাম খন্দকার, আসিফ আহমেদ মুরাদ, কাজী রকিবুল ইসলাম, মো. আয়াত আলী পাটোয়ারী, মো. আবদুস সহিদ চৌধুরী, ফকির দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, নাজমুল হক শাহ চৌধুরী, মো. মুজিবুল হক মুন্সি ও মো. হাফিজ-উর রহমান।
 
মো. এনামুল হক খান, খালেদা পান্না, এনায়েত হোসেন খান, মো. জাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, মো. মনিরুল ইসলাম, আবদুল কাইয়ুম, মো. নাজমুল হক, মো. সোলাইমান হোসেন নভেম্বরে ইন্তেকাল করেন।

ডিসেম্বরে মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবু সাইদ আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল আউয়াল মিয়া ও মো. ওসমান গনি।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।