ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অর্থ পাচার মামলা: হাইকোর্টে ফরিদপুরের আবুর ৬ মাসের জামিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
অর্থ পাচার মামলা: হাইকোর্টে ফরিদপুরের আবুর ৬ মাসের জামিন 

ঢাকা: দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগের মামলার আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবু ফকিরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।  

সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মণ্ডল।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার জনৈক সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে সাজ্জাদ, রুবেলসহ নয়জনকে গত ৭ জুন গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে অর্থ পাচার, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলা হয়।

সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ আসামিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মানি লন্ডারিংয়ের ও মামলায় আনুমানিক দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

এ মামলায় গ্রেফতার করা হয় আবুকে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।