ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী? ...

ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা কয়েকটি মামলায় ১০৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক আবেদনের শুনানি নিয়ে দুই পক্ষের ১০৭ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের ৯ জন রয়েছেন। অপরপক্ষের ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

এই ৯৮ জনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী।

৯ জনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও সুমন বণিক।

পরে মোনায়েম নবী বলেন, ৮ মার্চ ১টি ও ১০ মার্চ ২টি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় খিজির হায়াত খানসহ ৯৮ জনকে ৪ সপ্তাহের জামিন দিয়েছেন। শুনানির সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন-কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?

সুমন বণিক বলেন, ১৯ ফেব্রুয়ারি করা এক মামলায় আইয়ুব আলীসহ ৯ জনকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।