ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রামগড়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
রামগড়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় শিশু ধর্ষণের দায়ে বাবলু ওরফে বাবলু কারিগর (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। বর্তমানে আসামি জামিনে এসে পলাতক রয়েছেন।

২০১৯ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার কথা বলে রামগড়ের দাড়োগাপাড়া সংলগ্ন নদীর পাড়ে প্রতিবেশী বাবলু ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার মাস পর বাবলুকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন আসামির ১৬৪ ধারার জবানবন্দি ও আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।