ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

রাজশাহী: রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রাশেদ-উন-নবী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট রাশেদ-উন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে স্ত্রী রান্নার কাজে ছাত্রাবাসে গেলে ঘুমন্ত কিশোরী মেয়েকে (১৪) ধর্ষণ করেন নজরুল। এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে গলা কেটে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেন নজরুল। কয়েক মাস পর ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

কিন্তু টিউবওয়েলে পানি আনতে গিয়ে ওই কিশোরীর গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামির কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে পাশবিক নির্যাতনের শিকার ওই মেয়ের মা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এ রায়ের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।