ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: হেফাজতের ৬১৫ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: হেফাজতের ৬১৫ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জ: হেফাজতে ইসলামের ডাকা হরতালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দুইদিন পর একটি মামলা হয়েছে। ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টায় পুলিশ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলাটি দায়ের করে।  

মধুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদের দুই ছেলে সিরাজদিখান উপজেলা হেফাজত ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ কাশেমী ও আব্দুল্লাহকে এ মামলার আসামি করা হয়েছে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জান জানান, ৮ জনকে আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছিল। আটকরা মামলার এজাহারভুক্ত আসামি ও হেফাজতে ইসলামের সদস্য। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আছে।  

উল্লেখ্য, গত ২৮ মার্চ সিরাজদিখান উপজেলার বড়শিকারপুর এলাকায় হেফাজত ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিরাজদিখান থানার ওসিসহ ২০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।