ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জাটকা শিকার ও বিক্রির অপরাধে দুই জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
জাটকা শিকার ও বিক্রির অপরাধে দুই জেলের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সবচেয়ে বড় মৎস্য আড়ৎ তরাতে জাটকা  শিকার ও বিক্রয়ের অপরাধে দুই জেলেকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই দুই জেলের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তরা এলাকার সন্তোশ রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (৪১) ও হরিরামপুর উপজেলার গোপিনাথপুর এলাকার রঞ্জিত হালদার (৫৮)।

ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তরা মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনা করে সুশান্ত রাজবংশী ও রঞ্জিত হালদারকে জাটকা বিক্রয়রত অবস্থায় আটক করা হয়। সরকারি নিষেধ অমান্য করে নদী থেকে জাটকা শিকার ও বিক্রয়ের অপরাধে তাদের দুই জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কেউ যেন জাটকা শিকার ও বিক্রয় না করতে পারে সে জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।