ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতি বরাবর চট্টগ্রাম-সিলেট বারের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
প্রধান বিচারপতি বরাবর চট্টগ্রাম-সিলেট বারের আবেদন

ঢাকা: করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে চলাচলে সাতদিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে জরুরি মোকদ্দমা নিষ্পত্তিতে অধস্তন আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে আবেদন জনিয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দিয়েছে চট্টগ্রাম ও সিলেট জেলা আইনজীবী সমিতি।

বুধবার (৭ এপ্রিল) ‘সরকার কর্তৃক ঘোষিত দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণকালীন লকডাউনের সময় নিম্ন আদালতে মামলা মোকদ্দমা পরিচালনার ব্যপারে সিলেট জেলা আইনজীবী সমিতির কতিপয় প্রস্তাব বিবেচনা করার আবেদন’ শীর্ষক চিঠিটি পাঠান সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

এর আগে ৬ এপ্রিল মঙ্গলবার ‘করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বিষয়সমূহ নিষ্পত্তিকরণার্থে অধস্তন আদালতের কার্যক্রমসমূহ শারীরিক উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে কোর্ট চালু রাখা প্রসঙ্গে’ শীর্ষক চিঠিটি পাঠান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চিঠিতে বলা হয়, বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে করোনা ভাইরাসের প্রার্দুভাব জনিত উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বিষয়সমূহ নিষ্পত্তিকরণার্থে সীমিত আকারে নিম্ন আদালতে জামিন শুনানি, জরুরি নিষেধাজ্ঞার আবেদন ও ফাইলিং কার্যক্রম চালু করা প্রয়োজন। এছাড়া আদালত অঙ্গনে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে ভিড় এড়াতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্বাস্থ্যসেবা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা,এপ্রিল ০৭, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।