ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফউল্লাহ রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফউল্লাহ রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ রিমান্ডের এ আদেশ দেন।

 

এদিন রমনা থানা পুলিশ শরিফউল্লাহকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন৷ 

গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, হেফাজতের শাপলা চত্বরে অবস্থানের পরদিন ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শরিফউল্লাাহকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে রাজধানীসহ সারা দেশে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে হেফাজত। সেসব কর্মসূচিতে সহিংসতার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশ থেকে অভিযান চালিয়ে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করছে৷  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।