ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সৌর বিদ্যুতের দাম নির্ধারণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ১, ২০২১
সৌর বিদ্যুতের দাম নির্ধারণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

ঢাকা: সৌর বিদ্যুতের দাম নির্ধারণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

৬০ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রুলে সৌর বিদ্যুতের দাম নির্ধারণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন।  

আদালতে রিট আবেদন দায়ের করে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সৌর বিদ্যুতের দাম নির্ধারণে ক্যাব সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আবেদন করে। কিন্তু সাড়া না পেয়ে এরপর আইনি নোটিশ দেওয়া হয়। এরপরও তারা দাম নির্ধারণে কোনো কার্যক্রম শুরু না করায় এ রিট করা হয় বলে জানান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০১, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।