ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে ৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ: আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
ময়মনসিংহে ৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ: আসামির জামিন

ঢাকা: ময়মনসিংহে অবৈধভাবে দেশে আনা ভারতীয় আট লাখ টাকার পণ্য জব্দের ঘটনায় আসামি সাইদুলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার করা ভার্চ্যুয়াল আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. মজিবুর রহমান ও ফখরুল বাহার শাকিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। গত ২৩ মে আসামিদের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে ফুলপুর উপজেলার রুপসী গ্রামের হারুন অর রশিদের ছেলে সাইদুল ইসলামসহ (৩৭) তিনজনকে আটক করে পুলিশ। এসময় একটি কাভার্ডভ্যান ও আট লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।

ঘটনার পরে স্থানীয় সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, নেত্রকোনা থেকে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে-এমন সংবাদ পেয়ে মধ্যরাতে পাটগোদাম ব্রিজ মোড়ে আতিক ট্রান্সপোর্ট কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসেসের একটি গাড়ি আটক করে পুলিশ। এসময় ওই গাড়িতে থাকা ভারতীয় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র নেই।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।