ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবকাশের বেঞ্চ বাতিল, সোমবার ভার্চ্যুয়ালি চলবে ৩৬ বেঞ্চ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
অবকাশের বেঞ্চ বাতিল, সোমবার ভার্চ্যুয়ালি চলবে ৩৬ বেঞ্চ 

ঢাকা: চলমান বিধি-নিষেধ শিথিলের মধ্যে এবার ১৯ জুলাই সোমবার হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালানা করতে ৩৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতির এই আদেশ শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে চলমান বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বৃহস্পতিবারও প্রধান বিচারপতির আদেশে ৩৮টি বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করে।

এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচার কাজ পরিচালনার জন্য ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চ গত ১২ জুলাই গঠন করেছিলেন প্রধান বিচারপতি।

শুক্রবারের আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, বিগত ১২ জুলাই গঠন করা অবকাশকালীন বেঞ্চসমূহ বাতিল পূর্বক শারীরিক উপস্থিতি ব্যতিরেকে শুধু ১৯ জুলাই সোমবার ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

উল্লেখ্য, বিধি নিষেধের মধ্যে ১৪ জুলাই বুধবার পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি তিনটি একক বেঞ্চ এবং আপিল বিভাগে বিচার কারযক্রম চলমান ছিল।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।