ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিধিনিষেধ না মানায় সৈয়দপুরে ২১ মামলা, একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
বিধিনিষেধ না মানায় সৈয়দপুরে ২১ মামলা, একজনের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিধিনিষেধ না মানায় ২১ মামলায় ৫ হাজার ৪শ টাকা জরিমানাসহ একজনের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার (২৩ জুলাই) সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে শহরের শহীদ ডা. শামসুল হক রোডের নাজ সু স্টোরের  মালিক সানোয়ার হোসেন (৪২) দোকানের অর্ধেক শাটার তুলে ব্যবসা করায়, ওই দোকানিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কঠোর লকডাউনে অযথা ঘোরাঘুরি, মাস্ক না পরার দায়ে ২০ জন পথচারীসহ ২১ মামলায় জরিমানা করা হয় ৫ হাজার ৪শ  টাকা।  সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম।
অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, সৈয়দপুর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।