ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুফতি ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
মুফতি ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকা: করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান এই রিমান্ড আবেদন করেন।

এ দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে।

এর আগে সোমবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১/৩৫ ধারায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলো।

এছাড়াও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।