ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ  ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
কিশোরগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ 
৬ নেতাকর্মী কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়াসহ ছয় নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়াসহ ছয় নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বাকি আসামিরা হলেন-জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সাঈদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম নিশাদ, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ রায়হান, কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অলি উল্লাহ অলি ও জেলা যুবদলের সাবেক নেতা রুবেল মুন্সী।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন।  

কিশোরগঞ্জ শহরে গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।