ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবৈধ বিড়ি-সিগারেট কারখানা বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
অবৈধ বিড়ি-সিগারেট কারখানা বন্ধের নির্দেশ প্রতীকী ছবি

ঢাকা: অবৈধ বিড়ি/সিগারেট কারখানা অবিলম্বে বন্ধ এবং জিনিসপত্র জব্দে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদেনের শুনানি নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম।

রুলে অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, বন ও পরিবেশ সচিব, শিল্প সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সারা দেশে অবৈধ বিড়ি-সিগারেট কারখানা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনযুক্ত করে হাইকোর্টে রিট মদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার।   

বাংলাদেশসময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
ইএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।