ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু ধর্ষণ মামলায় নিরাপদ হেফাজতে দুই কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
শিশু ধর্ষণ মামলায় নিরাপদ হেফাজতে  দুই কিশোর প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে এক শিশুকে ধর্ষর্ণের চেষ্টা মামলায় দুই কিশোরকে নিরাপদ হেফাজতে পাঠিয়েছেন আদালত।  

ধর্ষণ চেষ্টা মামলায় শনিবার (৫ মার্চ) তাদেরকে গ্রেফতার দেখিয়ে কিশোর অপরাধ আইনে নিরাপদ হেফাজতে প্রেরণের জন্য পুলিশ আদালতে আবেদন করলে বিচারক তাদেরকে জেলখানায় নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন।

এর আগে শুক্রবার (৪ মার্চ) রাতে ওই দুই কিশোরকে (৬) বছর বয়সী নার্সারি পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে থানা পুলিশ।  

গ্রেফতারকৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স (১৪) বছর। সে অষ্টম শ্রেণির ছাত্র। অপরজনের বয়স (১২) বছর। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিরিরবন্দর ক্যানেলের বাজার এলাকায় (৬) বছর বয়সী নার্সারি পড়ুয়া এক শিশু কন্যা সকালে বাড়ির পাশে খেলতে যায়। খেলা শেষে দুপুর ১২ টার সময় বাড়ি ফিরছিল। এ সময় নারকেল দেওয়ার কথা বলে ওই দুই কিশোর শিশু কন্যাকে ডেকে হরিরামপুর ক্যানেলের বাজার এলাকায় টিনের ঘেরা একটি কোচিং সেন্টারে নিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে কিশোরদের একজন তাকে ধর্ষণের চেষ্টা করে। অপরজন পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করে। এ সময় একজন প্রতিবেশী দেখতে পেয়ে শিশুকন্যার মাকে ডেকে নিয়ে আসে। তাদেরকে দেখতে পেয়ে ওই দুই কিশোর দৌড়ে পালিয়ে যায়।  

এ ঘটনায় চিরিরবন্দর থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ রাতেই ওই দুই কিশোরকে গ্রেফতার করে।  

ঘটনার সত্যতা স্বীকার করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মামলার পর ওই দুই কিশোরকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারক তাদেরকে নিরাপদ হেফাজতে প্রেরণের নির্দেশ নিয়েছেন।  
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।