ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামিনে মুক্তি পেলেন কারাবন্দী ৬ শ্রমিকনেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
জামিনে মুক্তি পেলেন কারাবন্দী ৬ শ্রমিকনেতা

সাভার (ঢাকা): গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টুসহ কারাবন্দী ৬ শ্রমিক নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন।

তিনি বলেন, রোববার ঢাকা মেট্রোপলিটন আদালত ৬ নেতার জামিনের আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে আজ তারা কারাগার থেকে মুক্তি পান।

মামলা ও ৬ নেতার কারাবন্দীর প্রতিক্রিয়ায় কাজী রুহুল আমিন বলেন, সারা দেশে শ্রমিক নেতা ও  শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শ্রমিকরা ন্যায্য দাবি তুললেই সরকার শ্রমিকদের হয়রানি করেন। এটা কোনো ভাবেই কাম্য নয়। এই হয়রানি বন্ধ করতে হবে।

তিনি বলেন, ২৫ জুন আশুলিয়ায় রিক্সা-অটোরিকশা থেকে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে সমাবেশ ডাকা হয়।  ওই দিন পদ্মাসেতুর উদ্বোধনের দিন হওয়ায় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়৷ এদিকে ২৭ জুন শ্রমিকরা একই দাবিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে আবার শ্রমিক নেতাদের জড়িয়ে শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলাটি দায়ের করে।

মিন্টু ছাড়া জামিনে অপর মুক্তরা হলেন -গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আশুলিয়া থানা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি আলম পারভেজ ও মো. নান্নু মিয়া।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।