ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় মাগুরায় ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
হত্যা মামলায় মাগুরায় ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মাগুরা: মাগুরায় পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে একজনের ফাঁসিসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমীন।



ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মামলার প্রধান আসামি সেলিম আজাদ।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রুমা পারভীন, আবির হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন মোহাম্মদ খালিদ।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার বাংলানিউজকে জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামি সেলিম আজাদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে নিহত মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন। হত্যার পর পাভেলের মরদেহ সেলিমের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেওয়া হয়। সে সময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

আদালতের এ রায়ে পাভেলের বাবা রেজাউর রহমান সন্তুষ্টি প্রকাশ করেছেন।  

তিনি জানান, দীর্ঘদিন পরে হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান এ রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।