ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুর মহানগর বিএনপির ৩৩ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
গাজীপুর মহানগর বিএনপির ৩৩ জনের আগাম জামিন

ঢাকা: গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহম্মেদ সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল ও সৈয়দ নূরে আলম সিদ্দিকী (সোহাগ)।

এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও নাশকতার অভিযোগ এনে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে গত ১৯ অক্টোবর বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৯ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।  

এ মামলায় পৃথক আবেদনের শুনানি নিয়ে আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।