ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাউশির মহাপরিচালককে আদালত অবমাননার নোটিশ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
মাউশির মহাপরিচালককে আদালত অবমাননার নোটিশ 

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালন না করার অভিযোগ এনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরের আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম এবং অন্যান্য ৩৪ জনের পক্ষে রোববার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবুবকর সিদ্দিক (রাজন) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

 

আইনজীবী আবুবকর সিদ্দিক বলেন, আদালতের নির্দেশ ছিল ২০০৮ সালের ১২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ১১ বছর সাত মাস ১৯ দিনের এমপিও ছাড় করতে। কিন্তু মাউশির মহাপরিচালক সেটি প্রতিপালন করছেন না। এ কারণে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে আদালতের রায় প্রতিপালন না করা হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
ইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।