ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন  প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে রেজাউল উদ্দিন নামে এক কৃষককে হত্যার দায়ে পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


  
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জ্বল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩)। এরা প্রত্যেকে আপন ভাই। রায় ঘোষণার সময় আসামি গলুর ও জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন রাত ১০টার সময় কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার সেচ খালের পানি দিয়ে ইরি ধানের জমিতে সেচ দেওয়ার উদ্দেশে মাঠে যাচ্ছিলেন কৃষক রেজাউল উদ্দিন এবং তার দুই মামা আফিল উদ্দিন ও জামাল উদ্দিন। এসময় মাঠের মধ্যে কয়েকজন রেজাউলকে অস্ত্রসহ ঘিরে ধরেন। এসময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তারা। সেখান থেকে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনার পর দিন ১২ জুন কুমারখালী থানায় আটজনের নাম উল্লেখ এবং তিন/চারজনকে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেন নিহত রেজাউলের মামা আফিল উদ্দিন।

পরে পুলিশ পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে। তদন্ত শেষে ২০০৮ সালের ০৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামি করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন কুমারখালী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুল আলম সিদ্দিকী।  

মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষক রেজাউল উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কুমারখালী থানায় দায়ের করা রেজাউল হত্যা মামলায় ১২জনের সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হয়। দীর্ঘ বিচারকার্য শেষে আদালত এ মামলায় অভিযুক্ত আব্দুল গফুর, জালাল উদ্দিন, উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত ও সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের এ মামলা থেকে অব্যাহিত দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।