ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজার জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কক্সবাজার জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

কক্সবাজার: কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।  

শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।

 

তিনি জানান, সিদ্ধান্তের আলোকে রোববার (২৭ নভেম্বর) থেকে জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না কোনো আইনজীবী।

তিনি জানান, বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণ, আইনজীবীদের নাজেহালের প্রতিবাদে আইনজীবীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আইনজীবী সমিতির নেতারা কথা বলেছেন। এতে ঘটনার পুনরাবৃত্তি করায় আইনজীবী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।