ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিশুর শীতকালীন সমস্যা-প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
শিশুর শীতকালীন সমস্যা-প্রতিকার সংগৃহীত ছবি

শীতকালীন সমস্যা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে বাড়তি যত্নের প্রয়োজন। ঠাণ্ডা আবহাওয়ায় শিশুর র‌্যাশ, রুক্ষ গাল, খসখসে ত্বক ও অন্য চর্মরোগ হতে পারে।

নিচে শিশুর শীতকালীন কিছু কমন সমস্যা ও প্রতিকার তুলে ধরা হলো: 

ডায়াপার র‌্যাশ: এ সময় শিশুদের ত্বক এমনিতেই শুষ্ক থাকে। ভুল সাইজের ডায়াপার পরানোর কারণে ত্বকে ঘষা লাগে। ফলে ডায়াপার র‌্যাশ হতে পারে।

রুক্ষ লাল গাল: ত্বক খসখসে হয় আসলে শুষ্কতার কারণে। কাপড়ের ঘষা লেগে শিশুর ত্বকে প্রদাহ ও অস্বস্তি হয়। সবসময় নাক দিয়ে পানি পড়ার কারণেও গাল লাল হয়।

চর্মরোগ: ত্বকের উপরিভাগে যথেষ্ট ময়েশ্চার না থাকায় এ সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হয়।  

তীব্র শীতে শিশুর ত্বক সুরক্ষিত রাখতে করণীয়

- ত্বক পুষ্ট রাখতে গোসলের আগে শিশুর গায়ে তেল মালিশ করুন।
- দিনে দুই-তিনবার ভালো মানের লোশন লাগিয়ে দিন।
- প্রতিদিন শিশুর মাথা ভেজানোর দরকার নেই। কুসুম গরম পানিতে গোসল করান।
- শিশুকে জলপাই তেল ও বাদাম তেল সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিন ত্বক নরম থাকবে।
- র‌্যাশ সারাতে বাদাম তেলের সঙ্গে ডায়াপার ক্রিম লাগানো যেতে পারে।
- শিশুর জন্য রাখুন হালকা ধরনের শ্যাম্পু ও সাবান। এগুলো যেন প্যারাবিন ও অ্যালকোহলমুক্ত হয়। হারবাল হলে বেশি ভালো।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।