নিজেকে একবার প্রেমের কাছে সমর্পণ করেছেন যে মানুষ, কেবল তিনিই জানেন, সবার ওপরে প্রেম সত্য, তার ওপরে নাই। সেজন্যই হয়তো ভালোবেসে ইতিহাসে গড়েছেন অনেকে।
এই যে সবার আগে, সবকিছুর কেন্দ্রে ভালোবাসার মানুষকে স্থান দেওয়া, ইংরেজিতে একেই বলে ‘বিএই’ বা ‘বিফোর এনিওয়ান এলস’।
আজ ১০ জুন, বিফোর এনিওয়ান এলস ডে, বাংলায় ‘সবার আগে সে’ বা ‘সবার ওপরে তুমি’ দিবস। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, সম্পর্কে থাকা মানুষের জন্য আজকের এ দিন।
লিলি পনস নামের যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের এক লেখক, শিল্পী দিবসটির প্রচলন করেন। সম্পর্কের গভীরতার যে স্বর্গীয় শক্তি, শৈল্পিক সৌন্দর্য এবং গুরুত্ব রয়েছে, সেটিকে উদযাপন করতে তিনি দিনটি চালু করেন।
আপনিও কিন্তু দিনটি নানাভাবে পালন করতে পারেন আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে। কিছু উপহার দেওয়া, বাইরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা অন্য কেনোভাবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
জেডএ