দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে ২০০৯ সালের যাত্রা শুরু হয়েছিল দশটি প্রতিষ্ঠানের সম্মিলিত একটি নতুন উদ্যোগ দেশী দশ। ১৫ বছর পর এবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে নতুন সাজে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দেশী দশ।
বুধবার ৩১ জানুয়ারি থেকে থেকে নতুন এই যাত্রা শুরু হচ্ছে।
বাংলাদেশের ফ্যাশনশিল্প প্রসারে দেশী দশ নতুন ধারার পথিকৃৎ হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্বনামধন্য ১০টি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সম্মিলিত উদ্যোগ দেশী দশ।
দেশী দশের উদ্যোক্তারা দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে আগামীতেও একসঙ্গে কাজ করে এই অনন্য উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ছাড়াও দেশী দশ আউটলেট রয়েছে সিলেটের কুমারপাড়া ও চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আফমি প্লাজায়।
পোশাক, গয়না, হোমটেক্সটাইল ও উপহার সামগ্রীর বিশাল সম্ভার রয়েছে দেশী দশের প্রতিটি হাউসে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআইএস