ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বছরের শেষ দিনে ইত্যাদি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিটিভিতে প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানের গত কয়েকটি পর্ব ধারণ করা হয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে।

সেই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’ ধারণ হয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়িতে।

‘ইত্যাদি’-এর শুটিং ঘিরে পুঠিয়ার বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলের সামনে, বাইরের রাস্তায়, আশপাশের বাড়ির ছাদে হাজার হাজার দর্শক এই জনপ্রিয় অনুষ্ঠানটির ধারণ উপভোগ করেন।

এবার অনুষ্ঠানের নিয়মিত বিভিন্ন পর্বের পাশাপাশি রাজশাহীর সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে প্রচার করা হবে বিশেষ পর্ব। পুঠিয়ার রাজবাড়ি নিয়ে প্রচলিত আছে নানা কিংবদন্তি। অনুষ্ঠানে এই নিয়ে থাকছে বিশেষ আয়োজন। অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের নিয়েও আছে একটি মজার পর্ব। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায়  ‘ইত্যাদি’ প্রযোজনায় রয়েছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫০, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।