এ দেশের চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচন আগামী ০৩ জুন। এই নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
চলচ্চিত্রের বর্তমান অচলাবস্থা কাটতে আগামী ২৮শে মার্চ বিকাল ৫টায় বিজয়নগরের হোটেল ৭১-এ একটি সমাবেশের ডাক দিয়েছেন তারা। এই সমাবেশে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নায়করাজ রাজ্জাক বললেন, চলচ্চিত্রে সংকট কাটাতে আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। সমমনাদের নিয়ে একটি প্যানেল গঠনের জন্য কাজ করছি। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, আমাদের মধ্যে কথাবার্তা চলছে। বেশ কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ একটি প্যানেল গঠন করতে পারবো।
বাংলাদেশ সময় ১৯২৫, মার্চ ২১, ২০১১