ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চট্টগ্রামে সাড়া ফেলেছে ‘গেরিলা’

স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ১, ২০১১

চট্টগ্রাম: স্বাধীনতাবিরোধীদের জন্য ‘গেরিলা’ ছবিটি নিষিদ্ধ এমন মন্তব্য করেছেন ছবিটির পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

রোববার দুুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে গেরিলা ছবির উদ্বোধনী প্রদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদেও তিনি এ কথা বলেন।



নাসিরউদ্দিন ইউসুফ বলেন, ‘গেরিলা ছবির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিশালত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এ ছবিটি দেখে তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতাবিরোধী আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা জন্মাবে। তাই স্বাধীনতাবিরোধীদের এ ছবি না দেখলেও চলবে। ’

তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। নতুন প্রজন্মই পারবে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার শেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। ’

তিনি বলেন, ‘গেরিলা ছবির মধ্য দিয়ে ইতিহাস রচনা নয়, মুক্তিযুদ্ধের শিল্পরূপ দিতে চেয়েছি। মুক্তিযুদ্ধের বাস্তব দিকটি তুলে আনতে সবকিছুই করার চেষ্টা করেছি।

রোববার সকাল ১১ টায় উদ্বোধনী প্রদর্শনী শুরু হয়। এতে বিভিন্ন বয়সী প্রচুর দর্শকের সমাগম ঘটে।

উল্লেখ্য চট্টগ্রামে গেরিলা ছবির প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল সাড়ে তিনটা এবং সাড়ে ছয়টায় দুটি করে প্রদর্শনী হবে। এছাড়া শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশেষ প্রদর্শনী হবে। প্রদর্শনী মূল্য ধরা হয়েছে ৫০ ও ১০০ টাকা।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, মে ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।