ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টাসেল্স বাই নগরদোলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
টাসেল্স বাই নগরদোলা

যুগের সাথে তাল মিলিয়ে দেশি ফ্যাশনকে আরো আধুনিকতার ছোঁয়া দেওয়া এবং দেশের বাইরে আরও জনপ্রিয়তা অর্জন করার জন্য নগরদোলা সব সময় চেষ্টা করে আসছে।

এরই ধারাবাহিকতায় নগরদোলা এবার বাজারে নিয়ে এসেছে ‘টাসেল্স বাই নগরদোলা’ নামে একটি কো-ব্র্যান্ড।

‘টাসেল্স’ মূলত ওয়েস্টার্ন ইস্টার্ন ফিউশান যাতে রয়েছে তরুণীদের কুর্তি, লেগিংস, জেগিংস, শার্ট, স্কার্ফ, ওড়না, সালোয়ার ইত্যাদি। ‘টাসেল্স’ এর প্রতিটি আইটেম ক্রেতারা আলাদাভাবে ক্রয় করে নিজের পছন্দমত ম্যাচিং করে নিতে পারবে।

কাটিং প্যাটার্নে ডিজাইন করা কুর্তিগুলোতে ব্যবহার করা হয়েছে কটন, লিলেন, সাটিন ইত্যাদি আরামদায়ক কাপড় যা ক্রেতারা পছন্দ করবে। রঙের ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্য ও ট্রেন্ডি ভাব। যেহেতু এখন একটু একটু করে ঠাণ্ডা পড়ছে তাই ‘টাসেল্স’ এ ফুল স্লিভ ব্যবহার করা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং অফিসে যাওয়া তরুণীরা ‘টাসেল্স’ এর ক্রেতা হবে বলে নগরদোলা মনে করে। পোশাকের দাম রাখা হয়েছে একেবারে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। পাওয়া যাবে নগরদোলার পাঁচটি আউটলেটে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।