ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

তোমার জন্য রঙিন বৈশাখ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
তোমার জন্য রঙিন বৈশাখ

বৈশাখ আসতে আর মাত্র কয়েক দিন, আমরা ‌এরই মধ্যে কেনাকাটা শুরু করেছি, কিন্তু বাড়ির ছোট্ট সোনামণির পোশাকটি এখনও কেনা হয়নি। আসলে আমাদের সব উৎসবেই আনন্দ আর আকর্ষণের মূল জায়গা দখল করে থাকে ছোট শিশুরা।

বড়দের পোশাক কেনা যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি প্রয়োজন ছোটদের জন্য।

আর এজন্য ছোটদের পছন্দের কথাও ভোলেনি ফ্যাশন হাউসগুলো। ছোটদের আনন্দ বাড়িয়ে দিতে ফ্যাশন হাউসগুলোর রয়েছে বিশেষ আয়োজন।
মেয়ে শিশুদের জন্য হাউসগুলো এনেছে ছোট সেলাই করা শাড়ি, থ্রিপিস, ফ্রক, চুড়ি।

ছেলে শিশুদের জন্য রয়েছে, পাঞ্জাবি, ধুতি, ফতুয়া, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে দোপাট্টা, পায়ের নাগরা।

এসব পোশাক ৫০০ থেকে ১৯৯০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পহেলা বৈশাখে গরম থাকে এজন্য শিশুদের আরামের দিকটি মাথায় রেখে পোশাকগুলো তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। রং-এর ক্ষেত্রে সাদা, লাল, কমলা, সাদা, মেরুন ও হলুদকে প্রধান্য দেওয়া হয়েছে।

পোশাকে ব্যবহার করা হয়েছে ব্লক, প্রিন্ট, টাইডাই, এম্ব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ, কর্ডিং, লেইস।

ফ্যাশন হাউস নগরদোলা ও অঞ্জন’স শিশুদের জন্য তৈরি করেছে দারুণ সব পোশাক ।  

শিশুর পোশাক কেনার সময় তাকে সঙ্গে নিন। তার পছন্দের গুরুত্ব দিয়ে আরামদায়ক পোশাক কিনে দিন।

বিশেষ এই দিনটিতে শিশুদের আনন্দে ভরে থাক চারদিক...

বৈশাখের দারুণ সব পোশাকের কালেকশন দেখতে:: https://www.facebook.com/NOGORDOLA1
https://www.facebook.com/anjans.bd
https://www.facebook.com/bnlifestyle

প্রতি বছর পহেলা বৈশাখের জন্য অপেক্ষা করি অধীর আগ্রহে, আমাদের প্রতিটি বাঙালির জীবনে এটি একটি আনন্দময় দিন। আর লক্ষ-কোটি পাঠকের এই আনন্দের অংশ হতে চায় বাংলানিউজ। প্রতিবারের মতো এবারও বাংলানিউজের লাইফস্টাইল বিভাগ আয়োজন করছে বৈশাখী উপহার কুইজ প্রতিযোগিতা।
 
কুইজে অংশ নিতে ক্লিক করুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।