ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করবেন-করবেন না

গোলাম রসূল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
করবেন-করবেন না

প্রিয় মানুষের সাথে মান-অভিমান, ঝগড়া নতুন কিছু নয়। সৃষ্টির আদিকাল থেকেই মানবীয় সম্পর্কের এ খেলা চলে আসছে।

অনেকেই মনে করেন ভালবাসার মানুষের সাথে মাঝে মাঝে সম্পর্কের অবনতি বরং সম্পর্ককে অধিকতর গাঢ় করে।

কিন্তু কথা হচ্ছে সম্পর্কের অবনতি কতটুকু হওয়া উচিত কিংবা কতটুকু হওয়া উচিত নয়। তারই কিছু পরামর্শ।  

কখনোই ঝগড়াকে প্রলম্বিত করবেন না। সম্পর্কের মাঝে খুব বেশি যুক্তিতর্ক না দেখানোই উচিত।

বলুন “আমার সকল ব্যবহারের জন্য আমি দু:খিত। ” এতে সমস্যার সমাধান হবে। যে বিষয়টি নিয়ে ঝগড়ার সূত্রপাত সে বিষয়টিকে ভালভাবে ব্যাখ্যা করতে হবে। বোঝার চেষ্টা করতে হবে বিষয়টি আদৌ সিরিয়াস বা এটি নিয়ে সিরিয়াস হওয়া যায় কিনা।

রাগের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখনও মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। বাজে ও কর্কশ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিন।

উষ্কানীমূলক শব্দ ব্যবহার করবেন না। মনে রাখবেন জীবন অশান্তির জন্য নয়। বরং সবকিছু ম্যানেজ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শুরুর দিকেই সমস্যাকে বড় মনে করবেন না এবং ভেঙ্গে পড়বেন না।

কোনো মানুষই তার অতি প্রিয় সঙ্গীকে কষ্ট দিতে চায় না। আপনিও চান না। সুতরাং ছাড় দিন। দেখবেন সমস্যা অনেকখানি কেটে গেছে।

আপনি যখন খুব বেশি উত্তেজিত তখন কোথাও বসুন। সমস্যা এড়ানোর উপায় খুঁজতে থাকুন। নিশ্চিত করেই বলা যায় আপনি সমস্যা থেকে বের হওয়ার মাত্র এক ধাপ পেছনে।

খুব বেশি সময় ধরে চুপচাপ থাকবেন না। এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সঙ্গীর সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে কথা বলতে পারেন। খেয়াল রাখতে হবে একটু আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না ঘটে।

ক্ষমা চান। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া দুটোই মহৎ গুণ। কোনো ভুল করে ফেললে ক্ষমার মাধ্যমে তা শোধরানো যায়।    

বন্ধুরা আপনাদের জন্য চলছে বাংলানিউজের বিশেষ আয়োজন সহজ কুইজ প্রতিযোগিতা।

খুব সহজ এই প্রশ্রের উত্তর দিয়ে shohoz.com –এর সৌজন্যে জিতে নিন ঢাকা-কক্সবাজার-ঢাকা সঙ্গীসহ এসি বাসের টিকিট।

বাংলানিউজ shohoz কুইজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।