ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের সালামি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ঈদের সালামি

সব শিশুর গায়ে নতুন ঝলমলে জামা। আর তাদের সবার হাতে নতুন নতুন বই।

বইগুলো শিশুতোষ। এ বই তারা পেয়েছে ঈদের সালামি হিসেবে।

বড়দের কাছ থেকে টাকার পরিবর্তে সালামি হিসেবে এমন বই পেয়ে তারা সবাই খুশি।

আর এ ব্যতিক্রমী সালামি হিসেবে শিশুদের হাতে এসব বই তুলে দিয়েছে চাঁদপুরের গাজী আবদুর রহমান পাঠাগার। চাঁদপুরের সদর উপজেলার নানুপুর গামের গাজী বাড়িতে ঈদুল ফিতরের দিন দুপুরে শিশুদেরকে দেয়া হয়েছে এ বই।

শিশুদের মাঝে বিতরণ করা বইগুলোর মধ্যে ছিল-গল্প, ছড়া, কবিতা, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, ফুল, পাখি ও সাধারণজ্ঞানের বই। পাঠাগারের উপদেষ্টা ও সদস্যরা এসব বই তুলে দেন প্রায় অর্ধশত শিশুদের হাতে।

সপ্তমবারের মতো পাঠাগারটি ঈদ সালামি হিসেবে এ বই বিতরণ করলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।