আমাদের ঘরের বেশির ভাগ অংশ জুড়ে থাকে ফার্নিচার । অন্যদের সঙ্গে আমাদের রুচির পরিচয় করিয়ে দেয় ফার্নিচারের সৌন্দর্য।
আসুন আমাদের প্রিয় ঘরের ফার্নিচারের কেমন করে সহজেই যত্ন নিতে পারি তার কয়েকটি নিয়ম জেনে নেই-
নিয়মিত শুকনো ও নরম কাপড় দিয়ে কাঠের আসবাব পরিস্কার করুন।
আসবাবের খাঁজে ধুলো যেন জমে না থাকে। ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে ভেজা কাপড় দিয়ে মুছবেন না। এতে আসবাবের ওপর দাগ পরতে পারে ।
আসবাবের পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে নিমের তেল স্প্রে করতে পারেন।
ঘরের যে অংশটিতে বেশি রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না।
বছরে অন্তত একবার ফার্নিচার পলিশ করুন।
ডাইনিং টেবিলে কখনোই সরাসরি গরম জিনিস রাখবেন না। টেবিল ক্লথ ব্যবহার করুন।
মাঝে মাঝে আসবাবের ডেকোরেশন পরিবর্তন করুন।
কাঠের আসবাব এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্ট পয়েন্টগুলো ঠিক আছে কি না।
ফার্নিচার ঘরের সম্পদ, এর সঠিক যত্ন নিলে আমরা বহু বছর ধরে এগুলো নতুনের মতোই ব্যবহার করতে পারবো। আর এতে করে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং অর্থও সাশ্রয় হবে।