ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শুরু হয়েছে রিহ্যাব সামার ফেয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১১
শুরু হয়েছে রিহ্যাব সামার ফেয়ার

একটি ছোট্ট সুন্দর, সাজানো ঘরের স্বপ্ন রয়েছে আমাদের সবার। সেই স্বপ্ন পূরনে ১৬ জুন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার’ ২০১১।

মেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

এবারের মেলায় ২৬৪টি আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১৯ জুন পর্যন্ত মেলা চলবে।

আয়োজকরা জানান, আবাসন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিবারের মতোই নিয়ে আসছে হাজারেরও বেশি প্রকল্প। এক ছাদের নিচে এই আয়োজনে ক্রেতাদের যাচাই-বাছাইয়ের সুযোগ থাকছে ।

সময় করে একবার ঘুরে আসুন রিহ্যাব মেলায়। হয়তো সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন স্বপ্নের সেই ঘরের(ফ্লাটের) চাবি অথবা পৃথিবীর বুকে এক টুকরো জায়গার মালিকও হয়ে যেতে পারেন।

ক্রেতাদের সুবিধার্থে মেলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ছাড় এবং সহজ কিস্তিতে ফ্লাট এবং জমি কেনার অফার নিয়ে এসেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।