আকাশে কালো মেঘের রক্তচোখ উপেক্ষা করে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ঠিকই ভেসে চলেছে। এর মধ্যেই রঙ বাংলাদেশ শারদসংগ্রহের আয়োজন শেষ করে ফেলেছে।
এই সময়ের আবহাওয়া ও পূজাকে গুরুত্ব দিয়েই সুতিতে সাজানো হয়েছে শারদসংগ্রহ। এছাড়াও ব্যবহার করা হয়েছে বলাকা সিল্ক, হাফ-সিল্ক, জয়সিল্ক, এন্ডি কটন এবং এন্ডি সিল্ক।
নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এম্বয়ডারিসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড মিডিয়া। লাল, সাদা এই দুই
রঙের সঙ্গে রঙ ব্যবহার করা হয়েছে হলুদ, গেরুয়া, কমলা, ম্যাজেন্টা ও স্বর্ণালী হলুদ।
উৎসবের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঙ্গাবি সবই রঙ বাংলাদেশ রেখেছে সবার সাধ্যের মধ্যে।
মনে করিয়ে দেই, রঙ থেকেই কিন্তু আজকের রঙ বাংলাদেশ।